পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।
রফিকুল ইসলাম:বসতঘর থেকে মাদকসেবীর রাখা মদের বোতল ফেলে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে দিনমজুরের ৫০ খানা পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে।এ ঘটনায় রোববার(১৭ নভেম্বর)দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই গ্রামের ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদীশ সরকার জানান,কয়েকদিন আগে একই গ্রামের মাদকসেবী দীপঙ্কর নন্দী তার বসতঘরে একটি মদের বোতল রাখেন। যা জগদীশের স্ত্রী রুনু সরকার পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মাদকসেবী দীপঙ্কর মদের ক্ষতিপূরণ দাবি করেন জগদীশ ও তার স্ত্রীর কাছে। কিন্তু তারা মাদকসেবী দীপঙ্করের দাবি করা মদের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে জগদীশের লিজ করা ৫০ খানা পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে নষ্ট করে দেন।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান,এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদীশ সরকার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।তবে,ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।