বরগুনার তালতলী উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ছাত্রলীগ কমিটি গঠন।উক্ত কমিটিতে সভাপতি পদে জয় লাভ করেন আহমেদ রাফি ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মনির খান।
তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিনহাজ আবেদিন মিঠু ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন উক্ত কমিটি বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করেন।এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির জোমাদ্দার,আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ছোটবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু,আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলা আহবায়ক প্রতিষ্ঠিত ও স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বরগুনা জেলা শাখা ফজলুল হক জোয়ার্দ্দার।উক্ত কমিটি প্রদান অনুষ্ঠানে আরো আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সকলে বিচার-বিশ্লেষণ করে উক্ত কমিটি প্রদান করেন।