ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
পাখি আক্তার:বরিশাল নগরীতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট।রোববার (০৩ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ডিবি’র এসআই ফিরোজ আলম মুন্সির নেতৃত্বাধীন টিম এই অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলো- নগরীর ১৩ নম্বর ওয়ার্ডস্থ রিফিউজী (খালেদাবাদ) কলোনীর বাসিন্দা মোক্তার হোসেন চৌধুরী ওরফে মোক্তার কসাই’র ছেলে চিহ্নিত মাদক সম্রাট মো.তুহিন চৌধুরী (২৪) ও তার সহযোগী ১৪ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা গাজী বাড়ির মজিদ গাজীর ভাড়াটিয়া সৈয়দ হারুনের ছেলে সৈয়দ হাসান (২৫)।ডিবি পুলিশের দেয়া তথ্য মতে আটককৃতদের মধ্যে সৈয়দ হাসান এর নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আর আটককৃত তুহিন মাদক ব্যবসায়ী হাসানের সহযোগী।তবে স্থানীয় সূত্র জানিয়েছে মুলত তুহিন মুল মাদক ব্যবসায়ী।
তার নেতৃত্বেই একদল যুবক এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।সম্প্রতি তার দুই সহযোগিকে আটক করে গোয়েন্দা(ডিবি)পুলিশ।তাদের কাছ থেকে সে সময় ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।তুহিন চৌধুরী ও তার সহযোগী সৈয়দ হাসানকে আটকের ঘটনায় ডিবি’র এসআই ফিরোজ আলম মুন্সি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।