মীনা এওয়ার্ড পেলেন আমতলী কৃষি রেডিওর উপস্থাপক মোহেদী হাসান সজীব - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মীনা এওয়ার্ড পেলেন আমতলী কৃষি রেডিওর উপস্থাপক মোহেদী হাসান সজীব


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃইউনিসেফের ১৫ তম মিনা এওয়ার্ড জিতেছেন কুয়াকাটা কৃতিসন্তান আমতলী কৃষি রেডিও’র সংবাদ উপস্থাপক মেহেদী হাসান সজীব। হিজড়াদের নিয়ে “ওরাও মানুষ” শিরোনামের এই অনুষ্ঠানে ফুটে ওঠে লাঞ্চনা বঞ্চনা ও স্বাস্থ্য ঝুকির কথা।আমতলীর হীজড়া স্বপ্নার সুখ দুখের কথা ও গান দিয়ে এবং কৃষি রেডিওর কলাকুশলীদের নিয়ে সাজানো নাটক দিয়ে করা হয় এই ম্যাগাজিন অনুষ্ঠান।

হীজড়ারা সমাজ ও পরিবারের কাছে তারা অবহেলিত।এমনকি নিজ পরিবারেও জায়গা হয়না তাদের,বেছে নিতে হয় চাদাবাজি ও যৌন কর্মের মত খারাপ পেশা।এর ফলে নানান কথাও শুনতে হয় সমজ থেকে।সমাজের সবার কাছে লাঞ্চনা বঞ্চনার শিকার হয় তারা।সমাজসিদ্ধ পরিচয় নেই তাদের,তাদের জীবনটাই যেন শুরু হয় যুদ্ধ দিয়ে। হিজড়াদের এমন কথা তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয় কৃষি রেডিওতে।ইউনিসেফ-এর মীনা এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৩৬ জনকে পুরস্কার দেয়া হয়।এর মধ্যে মেহেদী হাসান সজীব সৃজনশীল ক্যাটাগরিতে ১৮ওভার এ তৃতীয় স্থান অধিকার করেছে।

Top