বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার(১৯ অ‌ক্টোবর)বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ১ বছর ১০ মাসের ছেলে জিহাদ হাওলাদার খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায়।

জিহাদের পরিবার সূত্রে জানা যায়,তারা জিহাদের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন।কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না।কিছুক্ষণ পরে পুকুরে জিহাদকে ভাসতে দেখেন তারা।পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত ঘোষণা করেন।

Top