বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে আটক


পাখি আক্তার:বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে আটক চাখার ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের জেলে আনোয়ার হোসেন হাওলাদার(৪০)ও মো. হানিফকে(৩৬ মোবাইলকোর্টে ২০ দিন করে সাজা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ মোবাইল কোর্টে এ সাজা দেন।ওই দিনই সাজাপ্রাপ্ত দুই জেলেকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

Top