শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।
পাখি আক্তার:বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক ওবায়দুল হককে কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় কলেজ অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক পরিষদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ওবায়দুল হককে শিক্ষক পরিষদের সম্পাদক পদ থেকে অপসারনের পাশাপাশি ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করা হয়। অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের অনুপস্থিতিতে কলেজ গভনিংবডির সভাপতির সঙ্গে গোপন আতাত করে ক্ষমতা দখলের অভিলাসে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবী করা, ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামের কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার আ. রাজ্জাক মল্লিকের সন্তান হওয়ার কারনে শিক্ষার্থীদের তার ক্লাস করতে না চাওয়া,ঘৃন্য উদ্দেশ্যে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্যদের স্বাক্ষর জাল করা, স্বেচ্ছাচারিতা,কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় লিপ্ত থাকা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে এ অপসারন ও অবাঞ্চিত করা হয় বলে সভার রেজুলেশনে উল্লেখ করা হয়।