বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।
রফিকুল ইসলাম:বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। পরে নগরীর প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ কাওছার। বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান। এসময় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আবুল খায়ের আশরাফি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন নুরি, সংগঠনের প্রশিক্ষন সম্পাদক আবদুল্লাহ আল মামুন টিটুসহ অন্যান্যরা।বক্তারা দোষীদের বুয়েট থেকে স্থায়ী বহিস্কারসহ দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।