নতুন এ ব্রিজ উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ বন্ধ করে দেন।
পাখি আক্তার:বানারীপাড়া-বরিশাল সড়কের পুরাতন ঝুঁকিপূর্ণ রায়েরহাট ব্রিজ ভেঙ্গে পড়ে দূর্ঘটনার আশঙ্কায় জনস্বার্থে নির্মিতব্য নতুন ব্রিজ অনানুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম যান চলাচলের জন্য নতুন এ ব্রিজ উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ বন্ধ করে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম ও শামসুল আলম মল্লিক,সাবেক ইউপি চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।