তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
আ:রাজ্জাক হাওলাদার:বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর শ্রমীকদল।
আজ বুধবার (২৫ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন তারা।বরিশাল মহানগর শ্রমীকদল সহ-সভাপতি রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীকদল সহ-সভাপতি বসির আহমেদ। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীকদল সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক,বরিশাল মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ।বক্তারা এসময় বলেন,বর্তমান অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখে নাই ওরা এদেশের গণতন্ত্রের নেত্রীকে বন্দি করে রেখেছে।তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা আন্দোলনে সকল শ্রমীকদলের সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানান।