অবশেষে বরিশালের জুয়ার আসরে হানা দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পাখি আক্তার:অবশেষে বরিশালের জুয়ার আসরে হানা দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।গতকাল (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার অভিযান চালায় পুলিশ।এ সময় নগরীর নুরিয়া স্কুলের দো-তলা থেকে ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,সোয়েব আহম্মেদ সেজান, সুমন ওরফে মাজাই সুমন, ইকবাল হোসেন,সাদেক সরদার, শামীম, এনাম মাহামুদ জাকির, জিয়া উদ্দিন তিতাস ও বিপ্লব।
জানা গেছে, এরা প্রায় রাতেই নুরিয়া স্কুলের দোতলায় বসে জুয়ার আসর বসাতো।এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৯ হাজার ৫ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।বিয়ষটি বরিশাল নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান ,বরিশাল নগরীতে কােন প্রকার জুয়ার আসর চলবে না। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।