তালতলীতে আন্তর্জাতিক নদী দিবস পালিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে আন্তর্জাতিক নদী দিবস পালিত


মল্লিক মো জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা তালতলীতে শনিবার আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নোঙর এর আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, সমাজ সেবক মনির মাঝি, গোলাম মাওলা, উপজেলা নোঙর সদস্য রাফিউল ইসলাম হাইরাজ,নোঙর এর প্রতিনিধি মল্লিক মো জামাল, সকিনা কোষ্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম, নিদ্রা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কড়ইবাড়ীয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শফিুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন নদী মার্তৃক বাংলাদেশ। এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছে হাজারও মানুষ।

কিছু অসাধু, অসচেতন মানুষের জন্য নদী আজ বিপন্নের পথে। এর প্রভাবে প্রতিবছরই কোনা না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই আগে নদীকে রক্ষা করতে হবে, নদী রক্ষা পেলে মানুষও রক্ষা পাবে। নদী রক্ষার মাধ্যমে আমাদের বেঁচে থাকা ও ভাল থাকার মূল চাবিকাঠি রয়েছে।

Top