১২৬টি বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
পাখি আক্তার:প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ১২৬টি বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। বিকেল ৪টায় শুরু হয়ে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলার সময় বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ সেখানে উপস্থিত হয়ে বলেন,শিক্ষকদের দাবীর কথা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে ।
বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি চন্দ্র শেখর দাশ,সহ-সম্পাদক শাহিদা বেগম,সাংগঠনিক সম্পাদক নিপেন সমদ্দার,সিনিয়র মহিলা বিষয়ক সম্পাদক ইসমত আরা ঝর্ণা, উদয়কাঠি ইউনিয়ন শাখার সভাপতি বিধান চন্দ্র রায়,সৈয়দকাঠি ইউনিয়ন শাখার সভাপতি আ. আউয়াল,বিশারকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গঙ্গামণি প্রাথকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসী চাকমা,শিক্ষক সুমন হোসেন ও রাজু আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন শিশুদের হাতে খঁড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেই হয়। তাদেরকে জ্ঞানের আলোদান করে আলোকিত মানুষ রূপে গড়ে তুলতে সকল প্রকার শিক্ষাই প্রাথমিক পর্যায় থেকে দেয়া হয়। সেই দিক্ষা নিয়েই তারা বড় হয়ে আজ সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবী মানা না হলে পরে আরও কঠোরতর আন্দোলনে নামা হবে।