ইউপি সদস্যের কান্ড উৎকোচের টাকা ফেরৎ চাওয়ায় মির্জাগঞ্জে হতদরিদ্রকে পিটিয়ে জখম - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্যের কান্ড উৎকোচের টাকা ফেরৎ চাওয়ায় মির্জাগঞ্জে হতদরিদ্রকে পিটিয়ে জখম


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে উৎকোচের টাকা ফেরৎ চাওয়ায় হতদরিদ্র দুলাল মুসুল্লীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক ইউপি সদস্য।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নেরশ্রীনগর গ্রামে। এ ঘটনায় মির্জাগঞ্জ থানা ও উপজেলা নির্বাহীঅফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুলাল মুসুল্লী।মির্জাগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন দুলাল মুসুল্লী বলেন, উপজেলারআমড়াগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেলহাওলাদার আমার কাছ থেকে এক বছর আগে ভিজিডির কার্ড পাইয়ে দেয়ারআশ্বাসে ৩ হাজার টাকা নেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্যমোঃ সোহেল হাওলাদার ভিজিডির কার্ড না দিয়ে নানা ভাবে টালবাহানাকরতে থাকে।

ঘটনার দিন মঙ্গলবার রাতে দুলাল মুসুল্লী ইউপি সদস্য মোঃ সোহেলহাওলাদারের কাছে সেই উৎকোচের টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়েতিনি ও তাঁর দুই সহযোগীসহ আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বরআহত করে। স্থানীয়রা ওই রাতেই তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালেভর্তি করেন। একই এলাকার বাসিন্দা হতদরিদ্র মোঃ বশির,মোসাঃ পারভিনবেগম,তাসলিমা বেগম,আনসার বিশ্বাস,রিনা বেগম,সমসেরবিশ্বাস,খালেক হাওলাদার,মোসাঃ সালেহা বেগম,হক বিশ্বাস ও তাজনেহারবেগম অভিযোগ করে বলেন, ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার জন্য আমাদেরকাজ থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য।টাকা নিয়েও ইউপি সদস্য আমাদের ভিজিডি কার্ড দেয়নি এবং টাকাফেরৎ চাওয়ায় আমাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখায়।এব্যাপারে ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদারে মুঠোফোনে(০১৭৪২৩৩৯৬৭০)একাধিকবার চেষ্টা করলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন বলেন, ভিজিডি কার্ড নিয়েহতদরিদ্রদের সাথে ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদারের ভুল বোঝাবুঝিহয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।আমি পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য মির্জাগঞ্জথানাকে বলা হয়েছে।

Top