বরিশালের উজিরপুরে পাওণা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
পাখি আক্তার:বরিশালের উজিরপুরে পাওণা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ২ জন।এ ঘটনায় উজিরপুর মডেল থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।আহত সুত্রে জানা যায়,উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের মৃত সোবহান রাড়ীর পুত্র ভ্যান চালক শফিকুল ইসলাম(২৯) পার্শ্ববর্তী খাটিয়ালপাড়া গ্রামের মৃত খালেক হাওলাদারে পুত্র মহসিন হাওলাদারের কাছে সাড়ে ৭ শত টাকা পাওনা ছিল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় গাজীরপাড় গ্রামের ফারুক এর চা ও মুদির দোকানের সামনে পাওনাকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।এতে দুজনই আহত হয়েছে। তবে শফিকুল ইসলামের মাথায় গুরুতর যখম হয়। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।ওসি শিশির কুমার পাল জানান,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।