সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অপরাধে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রফিকুল ইসলাম:বরিশালের বাকেরগঞ্জে সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অপরাধে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার(১৬ সেপ্টেম্বর)রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।
জানা যায়,র্যাব-৮ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জের রুনসী এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে ভিন্ন মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের প্রতারিত করার অপরাধে আলী হোসেনকে আটক করা হয়।পরে তাকে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়।