দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
পাখি আক্তার:আগামীকাল বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যারের ৮ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতার কবরে পুষ্পার্ঘ অর্পন ও জিয়ারত এবং আগামী শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম উপস্থিত থাকবেন। উক্ত স্মরণসভা ও দোয়া-মিলাদে দলীয় নেতা-কর্মী-সমর্থক,প্রয়াত’র স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা অনুরোধ জানিয়েছেন।
এছাড়া প্রয়াত’র ছোট বোন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের আহবায়ক সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার উদ্যোগে তার চাখারের বাড়িতে বুধবার বাদ জোহর কোরআনখানী ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ফার্মগেট গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যার ইন্তেকাল করেন।