বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের


পাখি আক্তার:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত বেল্লাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (১৫ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড-ও দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে ও পেশায় একজন মুদি ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়েটি স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন। এরমধ্যে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর মেয়েটির পরিবারের সবার অজান্তে তাকে ধর্ষণ করে বেল্লাল হোসেন।এসময় মেয়েটির মা বিষয়টি দেখে ফেললে দুই দিনের মধ্যে ভিকটিমকে বিয়ে করার আশ্বাস দিয়ে পালিয়ে যায় বেল্লাল।পরে বিয়ের জন্য বেল্লাল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে ২০১৩ সালেরই ১৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করা হয়পরবর্তীতে সংশ্লিষ্ট থানার এসআই অসীম কুমার সিকদার ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনসবশেষ সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

Top