উজিরপুরের কৃতি সন্তান বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ হেমায়েত উদ্দিনআহমেদর বিদায়ী সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়।
বাইজিদ রানা লিটন:মাদারীপুর কালকিনির বীরমোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মো: হেমায়েত উদ্দিনআহমেদ কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় শনিবার( ১৪ সেপ্টেম্বর২০১৯)সকাল ১১ টায় বীরমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।এ সময় সভাপতিত্ব করেন বীরমোহন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি এ্যড: মনির উজ্জামান চৌধুরী সোহাগ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সমন্বয় ও সংস্কার) মন্ত্রীপরিষদ বিভাগের সচিব এনডিসি শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলাপ্রশাসক মো:ওয়াহিদুলইসলাম, মাদারীপুর পুলিশসুপার মো: মাহবুবহাসান, মাদারীপুর কালকিনী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলামফারুক, মাদারীপুর কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুলইসলাম,মাদারীপুর কালকিনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহবুবরহমান।
এদিকে উজিরপুরের কৃতি সন্তান বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ হেমায়েত উদ্দিনআহমেদ অত্র বিদ্যালয়ে ২০০৪ সন থেকে ২০১২ সন পর্যন্ত প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। তারপর অবসর গ্রহনকরেন। এর আগে তিনি বরিশালের মধাবপাশা স্কুল ও কলেজ ও বাবুগঞ্জ সোনারবাংলা স্কুল ও কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরতছিলেন এ ছারা আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ ৪৩ বছর সুনামের সাথে শিক্ষকতা করেন।অন্যএদিকে তিনি বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন ৫ বছর। সরকারী পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত(১৯৯৩/১৯৯৭ ইং)। তিনি মাধ্যমিকে ইংরেজী প্রধান পরীক্ষক হন বহুবার।এছাড়া ২০১০ সালেতার তৈরী করা ইংরেজী ২য় পত্রের প্রশ্নপ্রত্র জে এস সি পাবলিক পরিক্ষায় অনুষ্ঠিত হয়। এমনিভাবে সুনামের সহিত তিনিতার চাকুরী জীবন অতিবাহিত করেন। বিদায় অনুষ্ঠানে তিনি সবারকাছে দোয়া কামনা করেন ।