বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ছয়জন মনোনয়নপত্র জমা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ছয়জন মনোনয়নপত্র জমা


শাহাদাত হোসেন রুবেল:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শেষ দিন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহমেদ, বিএনপির ওয়াহিদ হারুন, জাতীয় পার্টির মো. হানিফ হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, আওয়ামী লীগের বহিষ্কৃত মাহফুজুল আলম লিটন ও মশিউর রহমান পলাশ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ২৪ অক্টোবর উপজেলার বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হবে। মেহেন্দিগঞ্জের মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৮৮৬ জন।এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৯৯ কেন্দ্রের সবগুলোতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের কথা রয়েছে।

Top