প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলনসহ ৭টি সংগঠন
প্রতিবেদক,আলোকিত বার্তা :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলনসহ ৭টি সংগঠন। অন্য প্যানেলগুলো হলো-স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বৈচিত্র্যের ঐক্য, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও সার্বভৌম শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র প্যানেল।
ছাত্রদলের প্যানেল : দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। প্যানেলে সহসভাপতি (ভিপি) হিসেবে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেনকে মনোনীত করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেওয়া হয়।
এর বাইরে খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপ্লব, সহ-খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য, সহ-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ মনোনয়ন পেয়েছেন।
ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ মনোনয়ন পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এসএম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
ছাত্রশিবিরের প্যানেল : চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সাজ্জাদ হোসাইন মুন্না।
প্যানেলের অন্যরা হলেন-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব রহমান, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওয়ায়দুল সালমান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক তাওহীদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফ।
ইসলামী ছাত্র আন্দোলন : পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। বিকালে চাকসু ভবনের সামনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন নূর প্যানেল ঘোষণা করেন। এতে ভিপি পদে সংগঠনটির পক্ষ থেকে মনোনীত হয়েছেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন : এই প্যানেল থেকে ভিপি পদে মাহফুজুর রহমান, জিএস পদে আরএম রশিদুল ইসলাম দিনার, এজিএস পদে জান্নাতুল ফেরদৌস লড়বেন।
বৈচিত্র্যের ঐক্য প্যানেল : এই প্যানেল থেকে ভিপি পদে ধ্রুব বড়ুয়া, জিএস পদে সুদর্শন চাকমা, এজিএস পদে জাকিরুল ইসলাম জসিম লড়বেন।
স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) : স্যাড সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে আবির বিন জাবেদ, জিএস পদে চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ, এজিএস পদে পলাশ দে মনোনয়ন পেয়েছেন।
সার্বভৌম শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র প্যানেল : এই প্যানেল থেকে লড়বেন ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস পদে সাজ্জাদ হোসেন এবং এজিএস পদে সাঈদ মোহাম্মদ মুশফিক হাসান।
প্যানেল ঘোষণার সময় লিখিত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। চাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যারা নির্বাচিত হবেন তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন বলে আশা রাখি। ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের নিয়ে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেল ঘোষণা করা হয়েছে।
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার পর্যন্ত। টানা চার দিনে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।