মুক্তিযোদ্ধা সৈয়দ জিয়াউল হকের স্ত্রী রাজিয়া বেগম’র ইন্তেকাল
পাখি আক্তার:বানারীপাড়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুক্তিযোদ্ধা সৈয়দ জিয়াউল হকের স্ত্রী ও সাবেক ছাত্রনেতা সৈয়দ শাহাদাত হোসেন সোহেলের মা রাজিয়া বেগম (৬৭) শনিবার সকাল ৯টায় পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না…রাজিউন)।মৃত্যুকালে তিনি স্বামী ও তিনপুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।ওই দিন বাদ আসর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার লাশ পৌর শহরের ৬ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মাইজভান্ডার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা শহিদ উদ্দিন আহম্মেদ আল মাইজভান্ডারী,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।