বরিশালে আওয়ামী দোসর পেল কমিউিনিটি পুলিশিং এর শীর্ষ পদ
বরিশাল ব্যুরো:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা কমিউিনিটি পুলিশিং কমিটির আহবায়ক হয়েছেন পতিত সরকারের সাবেক এমপি পংকজ নাথের বিশ্বস্ত ক্যাডার এ বি এস খান স্বপন। সম্প্রতি গঠিত এই কমিটিতে স্বপনকে আহবায়ক করায় এটি এখন টক অব দ্যা টাউন।জানা গেছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট ক্ষমতায় থাকাকালীন কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ভোংগা গ্রামের মৃত আব্দুল হাফেজ খানের ছেলে এ বি এস খান স্বপন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলো। এরপর ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে ধাবিত হন। ২০১০ সালে স্থানীয় আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সিল মারার ঘটনা সাংবাদিকরা ক্যামেরাবন্ধি করতে গেলে একজনকে অপহনের চেষ্টা চালায়। পরে বিষয়টি চারদিকে জানাজানি হলে তাকে ছেড়ে দেয় এবং সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যান। ২০১৪ সালে এমপি নির্বাচিত হন স্বেচ্ছাসেবকলীগের পংকজ দেবনাথ। এবিএস খান স্বপনের শুরু হয় পংকজের সাথে পথচলা। পংকজের বেশ কয়েকটি অনুষ্ঠানে স্বপন যোগ দেওয়ায় ইউনিয়ন যুবদলের পদ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বহিস্কার করা হয়। সেই থেকে ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত পংকজের সাথে তার সকল কর্মকান্ড। দীর্ঘ এই সময়ে স্বপন এলাকায় একাধীক অপকর্মের জন্ম দিয়েছেন। এমনকি বিয়েও করেছেন হাফডজন। এদিকে হাফডজন বিয়ে করা ব্যক্তিকে সম্প্রতি কাজিরহাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মনোনীত করেছেন স্থানীয় থানার ওসি মিজানুর রহমান।
এদিকে কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক হওয়ার পর স্থানীয় আন্ধারমানিক ইউনিয়নের মিয়ারহাট বাজারে ঘর দখলে নেমেছে স্বপন খান। উন্নয়ন কাজের কথা বলে বাজারের এক সাইটের ঘর উচ্ছেদ করার পর এখন নিজের পৈত্রিক সম্পত্তি বলে দখল করার পায়তারা করছে। এক্ষেত্রে থানা পুলিশকে ব্যবহারের অভিযোগও উঠছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী বলছে- কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব নিয়ে অনিয়ম প্রতিরোধ না করে উল্টো নিজেই অনিয়ম-দখলে মেতেছে স্বপন খান। এ বিষয়ে স্থানীয়রা বিষয়টি তদন্ত পূর্বক কমিউনিটি পুলিশিং কমিটি পুনঃবিবেচনা এবং দখল বন্ধে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে এ বি এস খান স্বপন বলেন, আওয়ামী লীগের একটি পক্ষের রোষানল থেকে নিজেকে রক্ষা করতেই মূলত পংকজ দেবনাথের সাথে সখ্যতা গড়তে হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপির একটি গ্রুপের সাথে আমার বৈরিতা থাকায় তারা অপপ্রচার করছে।
কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, সাবেক এমপি পংকজের সাথে তার সু-সম্পর্ক ছিলো কিনা জানিনা। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, একসপ্তাহ হলো আমি এখানে যোগদান করেছি। খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখা হবে।