৩শ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক
পাখি আক্তার:গভীর রাতে বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।পুলিশ জানায়,নগরীর নতুন বাজার এলাকার অমৃতাঙ্গন আদিশ্মশানের সামনে থেকে নাসির উদ্দিন সোহেল ওরফে মীর সোহেলকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয় এসআই সমিরন মন্ডল,এএসআই শরিফ,এএসআই সুমন,এএসআই বিধান চন্দ্র গনপতি।সুত্রে জানা যায়,সাম্প্রতি ২০ হাজার পিস ইয়াবাসহ আটক নান্টু সহযোগী ছিলো সোহেল। আটক নান্টু সোহেল নাম প্রকাশ করেছিলো বলেও জানা গেছে।