এক হাজার টাকার ৪৪টি জাল এক ব্যক্তিকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এক হাজার টাকার ৪৪টি জাল এক ব্যক্তিকে আটক


পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ কাঞ্চন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার(২৯ আগস্ট)দিনগত রাতে উপজেলার দেহেরগতি এলাকা থেকে এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ তাকে আটক করা হয়। কাঞ্চন ওই এলাকার বাসিন্দা।এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মো.সাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Top