বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।
রফিকুল ইসলাম:বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন,বঙ্গবন্ধু হচ্ছে বাঙ্গালীর চেতনার নাম,আদর্শের নাম। ১৫ আগস্টের শোককে অন্তর থেকে অনুধাবন করতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।
মেয়র আরো বলেন,ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তারা পরিকল্পিতভাবে জননেত্রী শেখ হাসিনাকে এখনো হত্যার চেষ্ঠা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নতি হচ্ছে।মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন,বেশীদিন নয় একটা সময় বরিশাল হবে দক্ষিন এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ন শহর। হবে কর্ম চঞ্চল শহর। একটা পক্ষ দলের মধ্যে থেকে প্রপাগান্ডা ছড়ায়। এদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে।
রাতে অগ্রনী ব্যাংক লিমিটেড শোক দিবস পালন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।চকবাজার কর্পোরেট শাখা প্রধান ও উপ- মহাব্যবস্থাপক মোহাম্মদ কবিরের সভাপতিত্বে সভায় মেয়র আরো বলেন, আমি এ মাটির সন্তান। আমি এখানকার মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অগ্রনী ব্যাংকের বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, উপ মহাব্যবস্থাপক মু আফজাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসসহ অগ্রনী ব্যাংকের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।