মুসলিম এইড বাংলাদেশ জীবিকা উন্নয়ন কর্মসূচী-২০২৪
আলোকিত বার্তা:মুসলিম এইড বাংলাদেশ (গঅই) বরিশাল শাখার উদ্দ্যোগে জীবিকা উন্নয়নকর্মসূচী-২০২৪ উপলক্ষে দুস্থ মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে তাদেরমাঝে পা-চালিত সেলাই মেশিন বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়।এই কর্মসূচীর আওতায় ৩০ ডিসেম্বর ২০২৪ মুসলিম এইড বাংলাদেশ বরিশাল সদর শাখার অফিস প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মহিলাদেরকে জীবিকা উন্নয়ন ও পুনর্বাসনের জন্য আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল শহর সমাজসেবার সিনিয়র অফিসার জনাব জহিরুদ্দীন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসলিম এইড বাংলাদেশ (গঅই) বরিশাল শাখা ব্যবস্থাপক জনাব মোঃ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক জনাবআব্দুল্লাহ ইবনে নিজাম আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাবরক্ষক জনাবমাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবাঅফিসার জনাব জহিরুদ্দীন মুসলিম এইডের এহেন কল্যাণমূলক কাজের ভূয়শীপ্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই কর্মসূচীর মাধ্যমে সহযোগীতা প্রাপ্তরা ঘরে বসেই জীবিকা অর্জন করতে পারবেন – যা তাদেরপরিবারকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার বিপুল সুযোগের দ্বারউন্মোচন করে দিচ্ছে।তিনি মুসলিম এইড বাংলাদেশ এর কর্মকর্তাদেরকেসেলাই মেশিন প্রাপ্তদের মনিটরিং এর আওতায় এনে – তাদের জীবনমান পরিবর্তনেররেকর্ড রাখার পরামর্শ দেন।
তিনি দুস্থদের নিকট থেকে জানতে চান – তারাসেলাইমেশিনের কাজ জানেন কি-না? উত্তরে একজন জানান তিনি নিজে কাজজানেন -কিন্তু তার সেলাইমেশিন নেই; অপর জন জানান তার মেয়ে কাজের প্রশিক্ষণনিয়েছেন, কিন্তু তারও সেলাইমেশিন নেই। বিধায় তারা এতদিন জীবিকানির্বাহের এই সম্মানজনক পেশা চালাতে না পেরে গৃহকর্মী অথবা দিন মজুরহিসাবে কাজ করতে বাধ্য হতেন।সেলাইমেশিন প্রাপ্তরা হলেন – উপজেলার চরগুদিঘাটা গ্রামের শাহনাজ,কুলসুমআক্তার ও রাশিদা আকতার প্রমুখ।সেলাইমেশিন প্রাপ্ত ব্যক্তিবর্গ সেলাই মেশিন পেয়ে মুসলিম এইড বাংলাদেশ(গঅই) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন যে,সেলাইমেশিন পেয়ে তাঁরা খুব খুশি এবং উন্নত ও সম্মানজনক জীবিকা উপার্জনে আশাবাদী ও প্রত্যয়ী অনুভব করছেন।মুলাদি উপজেলার হরগুদিঘাটা গ্রামের দুস্থ মহিলাদের মাঝে সমাজসেবা অফিসার জনাব জহিরুদ্দিন সেলাইমেশিন বিতরণ করছেন।মুলাদি উপজেলার হরগুদিঘাটা গ্রামের দুস্থ মহিলাদের মাঝে আঞ্চলিক ব্যবস্থাপক জনাব আব্দুল্লাহ ইবনে নিজাম সেলাইমেশিন বিতরণ করছেন।