৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রিক্তা আক্তার মালা:পচাবাসি খাবার বিক্রি করার দায়ে বরিশালে দুই বেকারির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৮ আগস্ট) বরিশাল সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মো.সাইফুল ইসলাম।

বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,বিকেল পৌনে ৫টা থেকে ৬টা পর্যন্ত কাউনিয়া বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আল আমিন বেকারিকে ৫০ হাজার টাকা ও পচাবাসি খাবার বিক্রি করার দায়ে সাহাবুদ্দিন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Top