বেনাপোলে পুলিশের অভিযানে ৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২
মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরেরবেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে ৬ হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান সরদার(৩৫) ও তার স্ত্রীমোছাঃ তানজিলা বেগম(২৬) কে গ্রেপ্তার করেছে পোর্ট থানাপুলিশ।
বুধবার (২৮/৮/১৯ইং) তারিখ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতেবেনাপোল পোর্ট থানার এস আই এইচ এম লতিফ,এএস আই
রবিউল ও এএসআই শাহিন বালুন্ডা গ্রামে অভিযান চালালে পাঁচ-সাত জন মাদক ব্যবসায়ী পুলিশকে দেখে পালিয়ে যায়। কয়েকজন
পালাতে সক্ষম হলেও দুইজন মাদক ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়ে। পরেতাদেরকে তল্লাশি করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকরা হয়। গ্রেপ্তার মোঃ হাসান সরদার বালুন্ডা গ্রামের মৃতকোরবান আলী সরদারের ছেলে ও হাসান সরদার এর স্ত্রী তানজিলা
বেগম।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেনজানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন
বালুন্ডা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকেগ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনেমামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে বলে তিনি নিশ্চিতকরেন।