ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার


জামাল হোসেন:মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মহানগরের রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান।উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় থাকতো।

পরিদর্শক সগীর হোসেন বলেন, মাদক উদ্ধারে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে দেখতে পান তারা।তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। ঘোড়া চুরির অভিযোগে তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়। মাসুদ সরদারকে পাওয়া যায়নি।পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন।

Top