ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান


মো.খলিলুর রহমান:ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সূর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।এ সময় রাস্তার পাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Top