ইউপি সদস্য গ্রেফতার গৌরনদীতে ইয়াবাসহ
রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের(ইউপি)৬ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।এর আগে,রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার মাহিলাড়া-নলচিড়া রোডের পাকা ব্রিজ সংলগ্ন নির্মল মণ্ডলের চায়ের দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়।গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান,গ্রেফতার ইউপি সদস্য রায়হান একাধিক মাদক মামলার আসামি।আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।