বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার


মোহাম্মাদ সাকিব খাঁন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। বাসটির সুপারভাইজার ও হেলপারকেও আটক করেছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বন্দর থানাধীন লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।সেখানে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে চার বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করে। এসবের ওজন ১৬০ কেজি।

পাশাপাশি অভিযানে ওই বাসের সুপারভাইজার ভোলা সদর থানাধীন দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৭) ও বাসের হেলপার (সহকারী) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মো. সজিব শেখ (২৬) আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর রেঞ্জের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২’র ধারা ৬(১) মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Top