পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু উজিরপুরে
পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় পুকুরে ডুবে ইমরান(৭)ও আয়েশা(৫)নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।তারা দুইজন গুঠিয়া ইউনিয়নের ভাইটশালী গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান।এদের মধ্যে ইমরান স্থানীয় একটি নূরানী মাদ্রাসার হেফজ প্রথম শ্রেণির ছাত্র ছিলো।সোমবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির আলোকিত বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
পারিবারি সূত্রে জানা গেছে,গোসল করার জন্য দুপুর ১টার দিকে দুই ভাই-বোন বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়।এরপর স্থানীয় বাসিন্দা শহিদ তাদের মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।প্রত্যক্ষদর্শী শহিদ আলোকিত বার্তাকে জানান,সোমবার দুপুরে পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় ইমরান ও আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সে সময় তারা কোনো নরাচরা করছিলো না।পরে স্বজনদের সহায়তায় পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা সরদার সোহেল জানান,দুই ভাই-বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।