বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলা


মোহাম্মাদ সাকিব খাঁন:বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পটুয়াখালীর পৌর বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ এনে মামলা করা হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিসহ ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় মামলাটি দায়ের করেন।এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ অনেকেই জামিনে রয়েছেন।

Top