ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় ৭০ জেলের বিরুদ্ধে মামলা
আলোকিত বার্তা:মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।হিজলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়।শুক্রবার রাতে করা এ মামলায় নামধারী ৭ জনসহ মোট ৭০ জন জেলেকে আসামি করা হয়েছে।মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর ও সাধারণ জখম এবং সরকারি সম্পদ ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম আজাদ বলেন,মৎস্য কর্মকর্তার দেওয়া অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। আটক ৭ জেলেকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় বরাতে তিনি জানান,শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেঘনা নদীর ওরাকল এলাকায় অভিযান করে। এ সময় একটি নৌকা মাছ শিকারে থাকা জেলেদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হয়। তা না করে আরও দুটি নৌকা নিয়ে ৫০/৬০ জন জেলে আক্রমণ করে।
জেলেরা তাদের নৌ-যানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল টেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করে। এতে তিনিসহ (ইউএনও) এক আনসার সদস্য, চার কর্মচারী আহত হন। এছাড়াও র্যাবের গ্যাস গান ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ জনকে মামলায় আসামি করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।