বেনাপোল পোর্ট থানায় মামলা, আটক ৫ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল পোর্ট থানায় মামলা, আটক ৫


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে পৃথক পৃথক মামলায় ৫ জন আসামী কে আটক করেছে পুলিশ।শনিবার(৫ অক্টোবর)বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন তালশাড়ী গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪২), ভবারবেড় গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৫), একই গ্রামের সিরাজ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৪০), যশোর বারান্দী পাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে আবু সাঈদ (২২) ও যশোর রাজার হাট এলাকার নুর ইসলামের ছেলে সাগর (২৫)।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মামলায় আটককৃত আসামীদের বিরুদ্ধে স্থলবন্দরের কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায়।বিজিবি টিমের কাজে বাঁধা প্রদান ও চুরি মামলা দায়ের করা হয়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক মামলার ৫ আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Top