বরিশালে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার


ইমন হাওলাদার:বরিশালের উজিরপুরে স্পেনের তৈরি ৪.৫ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ মো. তুষার মাহমুদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর বরিশাল সদর ক্যাম্পের মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উজিরপুর উপজেলার পূর্ব ধামুরা গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এসময় ওই গ্ৰামের আব্দুল জলিল বালীর ছেলে মো. তুষার মাহমুদকে স্পেনের তৈরি ৪.৫ ক্যালিবার পিস্তলসহ গ্ৰেফতার করা হয়।

মেজর সোহেল আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আগেও ধর্ষণ মামলা রয়েছে। তার বিরুদ্ধে উজিরপুর থানায় অস্ত্র আইনে মামলা শেষে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Top