শহীদ আল্লামা সাঈদী (র:) স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ আল্লামা সাঈদী (র:) স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি:বিশ্ববিখ্যাত মুফাচ্ছিরে কোরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ আগস্ট।তাকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার জোহর বাদ ইসলামী ব্যাংক হাসপাতালের মসজিদে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহমুদুল হাসান কামাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের রিসিপশন বিভাগের ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক এবং প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা নিজাম তালুকদার, সার্ভিসি এক্সিকিউটিভ আজিজুর রহমান অলিদ, মার্কেটিং অফিসার আনিচুর রহামন সহ হাসপাতালের শতাধিক কর্মকর্তা দোয়া ও আলোচনা সভায় অংশ নেন।

স্মৃতিচারণ করতে গিয়ে আলোচনা সভা্য় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। এমনকি ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।বক্তারা আরো বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশ কোরআনের তাফসির করেছেন। জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

Top