ঝালকাঠিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা


মো.খলিলুর রহমান:শেখ হাসিনা সরকার পতনকে কেন্দ্র করে বেশকিছু দিন বিরতির পর ঝালকাঠিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা।সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম শুরু করেন জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা। এর পাশাপাশি সকাল থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। পুলিশ সদস্যদের শহরে টহল দিতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (৯ আগস্ট) থানার অভ্যন্তরীণ কার্যক্রম চালু করে পুলিশ। কাজে ফেরায় জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে মাঠে দায়িত্বরতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আজ থেকে পেট্রোলিংসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে সেনাবাহিনী সহায়তা করছে।

Top