বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার


আলোকিত বার্তা:ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সা‌ধারণ সম্পাদক ও ব‌রিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তিন‌টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস।সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন জানান,অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ফারুক হোসেন আরও বলেন,নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

Top