এক যুবককে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এক যুবককে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশাল নগরে তরুণীকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি/ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার(২২ আগস্ট)দুপুরে বিষয়টি জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ফিরোজ আল মামুন।তিনি জানান,এ ঘটনায় ভিকটিম কলেজ পড়ুয়া ছাত্রীর নানা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে নগরের বিআইপি কলোনী সংলগ্ন এলাকা থেকে রায়হান (২২) নামের ওই যুবককে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(দক্ষিণ)মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন,বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

Top