বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ বিতরণ
খবর বিজ্ঞপ্তি:নগরীতে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল এবং জাহানারা ইসরাইল স্কুল এন্ডকলেজ এর যৌথ উদ্দোগে বৃক্ষ বিতরণ সহ নানান কর্মসুচি পালিত হয়েছে।শনিবার সকালে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের ছাত্র ছাত্রীদেরমাঝে ৫ শতাধিক ফলজ,ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উক্তকর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলাপ্রশাসক মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনক্লাবের উপদেষ্টা ও জাহানারা ইসরাইল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কবি লেখকশিক্ষানুরাগী এস এম শেলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তামাহাবুবউল্লাহ মজুমদার, বরিশাল বিশ বিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল কায়ুউম,প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মফিজুর রহমান,ক্লাবের সহ-সভাপতি বরিশার পলিটেকনিকাল কলেজের মেকানিক্যাল বিভাগের প্রধান অমল
কৃষ্ণ রায়, জে.আই.এস এর প্রিন্সিপাল সত্যজিত রায়, প্রকৃতি ও জীবনক্লাবের সমন্বয়ক সাইদ পান্থ ও ক্লাবের সাধারন সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল, জে.আই.এস এর শিক্ষিকাসেলিনা আক্তার হেনা, রমা প্রসাদ, স্কুলের চিফ অব এ্যাডমিনিসন্টেটরখাদিজা আক্তার রোজি ও সুমাইয়া বিবা সহ আরো অনেকে, কর্মসূচিউপলক্ষে ৫ই জুন বিশ^ পরিবেশ দিবসকে কেন্দ্র করে জাহানারা স্কুলের ছাত্রছাত্রিরা চিত্রঙ্কন, দেয়ালিকা, বৃক্ষ রোপন প্রয়োজনীয়তা বিষয়ক রচনা,সচেতনাতা মূলোক প্লাকার্ড তৈরি ও বিদ্যালয়ে ছাদ বাগান পরিদর্শন সহবৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। ইতিপূর্বেও প্রকৃতি ও জীবন ক্লাববরিশালের সদস্যগন বরিশার বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও স্কুলে ব্যাপকপরিমানে বৃক্ষ বিতরণ ও রোপণ কার্য্যক্রম করেছে যাহার প্রেক্ষিতে সমগ্রবাংলাদেশের মধ্যে বৃক্ষ বিতরন ও রোপনে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব দশম স্থান অধিকার করে পুরুস্কার প্রাপ্ত হয়ে সুনাম অর্জন করেছেন।