আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী


মোহাম্মাদ মুরাদ হোসেন:আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে একটি আলোচনা চলছে, আমরা এ নিয়ে কাজ করছি।পটুয়াখালী জেলা প্রশাসক আরও জানান, বন্যার কবলিত তিন লাখ ২৭ হাজার জন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ১৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে, ৫৮ হাজার ৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৬ কোটি ২১ লাখ টাকার কৃষির ক্ষতি হয়েছে।

এছাড়া ২৮ কোটি ৬৯ লাখ টাকার মৎস খাতের ক্ষয়ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক আরো জানান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল সেসব মানুষ তাদের বাড়ি ঘরে ফিরে গেছেন।

Top