বরিশালে বেপোরোয়া প্রাইভেটকার,ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা,চালক আটক। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বেপোরোয়া প্রাইভেটকার,ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা,চালক আটক।


রিক্তা আক্তার মালা:বরিশালে বেপোরোয়া চালানো কেন্দ্র করে একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা।পাশাপাশি প্রাইভেটকারসহ এর চালক আরাফ আকনকে(১৯)পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।শুক্রবার(১৬ আগস্ট)রাত ১০টার দিকে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্দর্শীরা জানান,বেপরোয়াভাবে চালিত প্রাইভেটকারটি রাস্তার পাশে থাকা মোটরসাইকেল ও একজন বাদাম বিক্রেতার বাহনে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর চালায়।পরে পুলিশকে খবর দিয়ে গাড়িটিসহ চালককে সোপর্দ করা হয়।কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই)রিয়াজ জানান,গাড়িসহ চালককে থানায় আনা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top