হিজলায় পুলিশের টার্গেট সন্ত্রাসী নির্মুলে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় পুলিশের টার্গেট সন্ত্রাসী নির্মুলে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা


হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৫০ জনকে আসামি করে নয়টি রাজনৈতিক মামলা।বিষয়টি পুলিশ প্রশাসন আমলে নিয়ে সকল শ্রেণী পেশার নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি বর্গ নিয়ে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ।প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াহিদুল ইসলাম (বিপিএম) পুলিশ সুপার বরিশাল।তিনি তার বক্তব্যে নয়টি রাজনৈতিক মামলার বিবরণ দিয়ে বলেন এই জনপদে হয় সন্ত্রাসীরা থাকবে অন্যথায় পুলিশ। তিনি আরো বলেন সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করে নির্মূল করে দেয়া হবে।

সভা শুরুতে অডিয়েন্স কে উন্মুক্ত করে দেয়া হয়। তখন স্থানীয় নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলার বিঘ্নিত বিভিন্ন কারণ তুলে ধরেন। আবার অনেক বক্তা বলেন রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল রাজনৈতিকভাবে যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ এই জনপদে রক্তক্ষয়ী সংঘর্ষ আরও বৃদ্ধি পাবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ , মেহেদী, হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মেয়েমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হিজলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ সকল শ্রেণী পেশার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

Top