যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
বরিশাল:বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) মাগরিব বাদ বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম এর সভাপতিত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃআফজালুল করীম বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল,জিয়া,রোমান, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন সহ প্রতিটি ওয়ার্ড ও মহানগর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথমেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দরা।এর পর বরিশাল মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক দোয়া মোনাজাত পরিচালনা করেন।