নারী নির্যাতন প্রতিরোধে মির্জাগঞ্জে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে মির্জাগঞ্জে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের এগিয়ে আসার প্রত্যয়ে ‘পুরুষ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবারসকালে সুবিদখালী সরকারি কলেজ মিলনায়তনে মির্জাগঞ্জ উপজেলা শাখারআস্থা প্রকল্পটি নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ,আইন ওসালিশ কেন্দ্রের সহযোগিতায় সমাবেশের উদ্বোধন করেন উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব।

সুবিদখালী সরকারি কলেজেরভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যরাখেন,মির্জাগঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ শাহ আলম,সাংবাদিক মোঃকামরুজ্জামান,উত্তম গোলদার,এনজিও প্রতিনিধি মোঃ কাওসার হোসেন ওআস্থা প্রকল্পের কেস ম্যানেজার শামিমা ইয়াসিনসহ আস্থা প্রকল্পেরবাস্তবায়নকারী প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের এবং সুশীল সমাজেরপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতাপ্রতিরোধে এগিয়ে আসার অঙ্গিকার করে একটি ব্যানারে সাক্ষরকরেন।‘পুরুষ সমাবেশে’এর উদ্যেশ্যে বক্তরা বলেন, নারী ও কন্যা শিশুদেরনির্যাতনের মুখে ঠেলে দেয় এমন সব ক্ষতিকর সামাজিক প্রথা ওরীতিনীতি সম্পর্কে পুরুষদের সচেতন করা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায়পুরুষরা যেনো এগিয়ে আসার আহŸান জানান। শেষে আস্থা প্রকল্পনির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে পারিবারিক নির্যাতন ওযৌন হয়রানির শিকার হলে কিভাবে আস্থা প্রকল্প সহায়তা করে এবং কি ধরনেসরকারি সেবা গ্রহণ করে নির্যাতন হতে প্রতিকার পাওয়া সম্ভব তা তুলেধরা হয়।

Top