পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বরিশাল জেলা জুড়ে একযোগে
সুমাইয়া আক্তার:নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- শ্লোগানকে সামনে রেখে বরিশাল সিটি করপোরেশনসহ পুরো জেলায় একযোগে পরিচালনা করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।বুধবার (৭ আগস্ট) সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেতু এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, এ শহর আপনার-আমার সবার। এ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। তাই আজ থেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন। দেশ থেকে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার বংশ বিস্তার রোধ করি।এদিকে নিজ নিজ এলাকার বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
উদ্বোধনকালে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর, জেলা প্রশাসকের কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের উদ্যোগে ঘোষিত এ কর্মসূচি বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডসহ জেলার ১০টি উপজেলার সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে একযোগে পালন করা হয়।কর্মসূচিতে বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউট, গালর্স গাইড, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।