শিক্ষিকা লাঞ্চনার দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা উপজেলায় গুয়াবারিয়া ইউনিয়নের ৮০ নং নতুন চরপত্তীনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার গুয়াবাড়িয়া ২ নং ওর্য়াডের চরপত্তনী ভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ।মারধরের শিকার সহকারী শিক্ষিকা জানায় গত ১ বছর পূর্বে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আমাকে বিয়ের প্রস্তাব দেয়।তখন তাকে সর্তক করলে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।তখন ঐ স্কুল থেকে ডেপুটিশনে অন্য স্কুলে চলে যাই।গত কয়েক আগে ডেপুটিশন বাতিল হওয়ায় আমার স্কুলে ফিরে আসি।তখনি প্রধান শিক্ষক নানা ভাবে হেনস্ত করার চেষ্টা করে।
সহকারী শিক্ষিকা আরো বলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জরুরী পরিশেবা ত্রিফল নাইন (৯৯৯) ফোন করলে হিজলা থানার এসআই মোঃ আরিফ হোসেন ও সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এরপর পর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গফফার ও সহকারী শিক্ষক অফিসার মোহাম্মদ আলী উপস্থিত হন এবং তারা উপস্থিত সকলকে আশ্বস্ত করেন একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার বলেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের নজরে আসে। পরে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সঠিক তদন্তের স্বার্থে হয়তো কমিটি সময় বাড়াতেও পারে। তদন্ত প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।